New Town Friends In-Need (NTFiN)

ABP News Kolkata

  1. <p><strong>কলকাতা:</strong> দর্শকের চাহিদায় ফের ছোটপর্দায় হাজির হয়েছে 'ইন্দ্রাণী' (Indrani)। ২০২২ সালে কালার্স বাংলায় (Colors Bangla) সম্প্রচারিত হওয়া জনপ্রিয় ধারাবাহিক এটি, যা পুনরায় সম্প্রচার করার সিদ্ধান্ত নিয়েছে চ্যানেল কর্তৃপক্ষ। তার একটাই কারণ, বারবার দর্শকের তরফে এই ধারাবাহিক দেখানোর আর্জি। ইতিমধ্যেই পুনঃসম্প্রচার শুরু হয়েছে এই ধারাবাহিকের। মুখ্য চরিত্রে অঙ্কিতা চক্রবর্তী (Ankita Chakraborty)।</p> <p><strong>কালার্স বাংলায় ফের শুরু হয়েছে 'ইন্দ্রাণী'</strong></p> <p>২২ জুলাই থেকে, বিকেল ৫টায় পুনরায় শুরু হয়েছে 'ইন্দ্রাণী' ধারাবাহিকের সম্প্রচার কালার্স বাংলায়। জীবনে একাধিক ক্ষতি দেখেছে ইন্দ্রাণী। অভাবনীয় শূন্যতা এসেছে তার জীবনে। মা-বাবা, পরিবারের মৃত্যু, এবং নিজের ডাক্তারি কেরিয়ারের শেষ হয়ে যাওয়া, নানা ঘাত প্রতিঘাত পেরিয়ে এসেছে সে। এক সাংঘাতিক দুর্ঘটনায় নিজের ছেলেকে হারায় ইন্দ্রাণী এবং অত্যাচারী বর তাকে ছেড়ে চলে যায়। এতগুলো হৃদয় বিদারক পরীক্ষা সত্ত্বেও, মানবতার প্রতি ইন্দ্রাণীর আশা ও বিশ্বাস অটুট থাকে। ইন্দ্রাণী তার শ্বশুরবাড়ির এবং মেয়ের যত্ন নেওয়ার কাজে নিজেকে নিয়োজিত করে, সঙ্গে একটি হাসপাতাল পরিচালনা করে যেখানে তার উপস্থিতি তার চারপাশের লোকদের জন্য স্বস্তি এবং আনন্দ নিয়ে আসে। যদিও সে নিজের কর্তব্য পালনে অবিচল, কিন্তু তার সদা হাস্যময় মুখের অন্দরে কোথাও যেন একটা গভীর একাকীত্ব এবং সাহচর্যের আকাঙ্ক্ষা রয়ে যায়।</p> <p>ধারাবাহিকের গল্প নতুন মোড় নেয়, যখন আদিত্য, ওই হাসপাতালের মালিকের নাতি, সেখানে ডাক্তার হিসেবে কাজ শুরু করে। প্রথমে আত্মকেন্দ্রিক এবং শিষ্টাচার বা নিয়মকানুনের প্রতি উদাসীন থাকলেও, আদিত্যর আসল সহানুভূতিশীল স্বভাব বেরিয়ে আসে ইন্দ্রাণীর সঙ্গে যখন সে মিশতে শুরু করে। যত তারা একে অপরের কাছে আসতে শুরু করে, যুবক আদিত্য ধীরে ধীরে ইন্দ্রাণীর প্রেমে পড়তে শুরু করে। আর অন্যদিকে ইন্দ্রাণী ১৩ বছরের ছোট পুরুষের প্রতি নিজের ভালবাসা, নিজের অনুভূতি চাপা দিতে অবিরাম চেষ্টা করে চলে।&nbsp;</p> <p>পরিস্থিতি জটিল হয় যখন ইন্দ্রাণীর ছেড়ে চলে যাওয়া স্বামী ফেরত আসেন। ইন্দ্রাণীর জীবনের ক্ষণিকের শান্তি নষ্ট করার হুমকি দেয় সে। একদিকে আদিত্যর বাবা তাদের এই সম্পর্ককে সমর্থন করলেও, বাকি সকলেই, প্রকাশ্যে ও আড়ালে, এই সম্পর্কের বিরোধী। সমাজ ইন্দ্রাণীকে চরিত্রহীনা বলে দেগে দেয়, এমনকী তার নিজের মেয়ে পর্যন্ত মায়ের এই সম্পর্ককে মেনে নিতে পারে না। এত বাধা বিপত্তি সত্ত্বেও, আদিত্য কোনও মতেই ইন্দ্রাণীর সঙ্গ ছাড়ে না।</p> <p>'ইন্দ্রাণী' ধারাবাহিকের সারমর্ম নিহিত রয়েছে কীভাবে আদিত্য ইন্দ্রাণীকে তাদের এই ভালবাসাকে আলিঙ্গন করতে রাজি করায় এবং কীভাবে তারা সামাজিক চাপ এবং ব্যক্তিগত বাধাগুলিকে কাটিয়ে নিজেদের জীবনে এগিয়ে চলে। ২০২২ সালে এই ধারাবাহিক দেখানো হয়। গল্পের ধারা বজায় রেখে ২৬৫ পর্বের পর তা শেষ হয়। কিন্তু দর্শকের ভালবাসায় ফের ফিরেছে 'ইন্দ্রাণী'।</p>
  2. <p><strong>কলকাতা:</strong> তারকাদের ব্য়ক্তিগত জীবন নিয়ে চর্চার কখনওই অন্ত থাকে না। সোশ্যাল মিডিয়ার যুগে যা বিশালাকার ধারণ করেছে। কোনও অভিনেতা বা অভিনেত্রী সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যেমন নিজেদের কাজের কথা অনেক সহজেই দর্শকের কাছে পৌঁছে দিতে পারেন, তেমনই কখনও কখনও এই প্ল্যাটফর্মগুলিই তাঁদের প্রেমের সম্পর্ক, বিবাহিত জীবন নিয়ে এমন কাটাছেঁড়া করে যে তা রীতিমতো বিড়ম্বনায় ফেলে তাঁদের (Social Media Trolling)। যেমন অভিনেতা রণজয় বিষ্ণু (Ranojoy Bishnu), অন্তত তাঁর পোস্টে তেমনই উল্লেখ। তবে আর চুপ করে থাকবেন না তিনি, 'আইনি পথে হাঁটা'র (Legal Step) হুঁশিয়ারি দিলেন অভিনেতা।</p> <p><strong>'মিথ্যা কথার উত্তর আমি আইনি পথেই দেব'</strong></p> <p>সম্প্রতি বিয়ে সেরেছেন অভিনেত্রী সোহিনী সরকার (Sohini Sarkar) ও সঙ্গীতশিল্পী&nbsp; শোভন গঙ্গোপাধ্যায় (Shovan Ganguly)। কিন্তু সেই সময় থেকেই ফের চর্চায় উঠে এসেছে সোহিনীর প্রাক্তন প্রেমিক রণজয়ের প্রসঙ্গ। তাঁদের সম্পর্ক, বিচ্ছেদ, পুরনো মন্তব্য নিয়ে কাটাছেঁড়া চলছেই। নবদম্পতির মাঝে তাঁর নাম বারবার উঠে আসায় 'অস্বস্তি'তেই পড়েন অভিনেতা। এবিপি লাইভকে তিনি বলেন, 'সোহিনী আর শোভনকে নিয়ে আমি আর কীই বা বলব বলুন তো! আমার একটাই উত্তর, আমি চাই ওরা দুজনেই ভাল থাকুক। এটা আমি মন থেকে চাই। ওদের মধ্যে আমার নাম উঠে আসাটা খুব অস্বস্তিকর। নববিবাহিত দুটি মানুষের মধ্যে আমার নাম উঠে ট্রোলিং, অপমান এবার বন্ধ হোক। খুব ভেতর থেকে চাইছি, এই ট্রোলিংটা বন্ধ হোক। ওদের সঙ্গে অন্যায় হচ্ছে এগুলো।'</p> <p>এই আবহে এবার নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি পোস্ট শেয়ার করলেন তিনি। যেখানে স্পষ্ট উল্লেখ করেছেন, তাঁকে নিয়ে যে ট্রোলিং হচ্ছে, তাঁর পরিবারকে যে অপমানিত হতে হচ্ছে তার উত্তর তিনি আইনি পথেই দেবেন। এদিন একটি পোস্টে তিনি সরাসরি লেখেন, 'বিগত দিনের বেশ কিছু খবরে আমি এবং আমার পরিবার ব্যথিত ও মর্মাহত। আমরা পরিবার হিসেবে প্রস্তুত ছিলাম না এরকম অনভিপ্রেত কিছু ঘটনার জন্য। যে ঘটনাগুলোতে আমার ও আমার পরিবারের মানসিক শান্তি বিঘ্নিত। আমার কর্মজীবন ক্ষতিগ্রস্ত। যে সমস্ত মানুষজন আমাকে নিয়ে বিভিন্ন কাল্পনিক ঘটনা ও বক্তব্য পাবলিক ফোরাম এবং মিডিয়া পোর্টালের কাছে অবতারণা করে বর্তমান সময়ে গুরুত্ব পাওয়ার করুণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন তাদের প্রতি পূর্ণ সমবেদনা রইল। তবু শুধুমাত্র প্রচারের লোভে আমার ব্যক্তিগত জীবনকে এইভাবে ক্ষতিগ্রস্ত করা এবং আমার পরিবারকে পাবলিক ফোরামে ছোট করার জন্য আমায় এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতেই হত। কারণ আত্মলোভী, অসৎ কিছু মানুষ হঠাৎ অতীতের কবর খুঁড়ে, কিছু মিথ্যা ঘটনার অবতারণা করে শুধু আমাকে ছোট করছে না, অপমানিত করছে আমার পরিবারকে। আমি জানি স্যোশাল মিডিয়া বা নিউজ আর্টিকেলে তার প্রত্যুত্তর সম্ভব নয়, কারণ আমার বিরুদ্ধে বলা মিথ্যে কথাগুলো ক্রিমিনাল অফেন্স, এবং কথাগুলো যদি সত্যি হয় আমি ক্রাইমের সঙ্গে যুক্ত। তাই এই সমস্ত মিথ্যে কথার উত্তর আমি আইনি পথেই দেব। এবং শুধুমাত্র প্রচারের লোভে যারা এই অন্যায় ক্রমাগত করে চলেছেন তাদের যাবতীয় উত্তর আইন দেবে। আমি এবং আমার পরিবারের মর্যাদা যারা শুধুমাত্র ব্যক্তি স্বার্থ আর ক্ষুদ্র প্রচারের লোভে ক্ষুণ্ণ করলেন তাদের মানসিক সুস্থতা কামনা করি।'</p> <p>&nbsp;</p> <blockquote class="instagram-media" style="background: #FFF; border: 0; border-radius: 3px; box-shadow: 0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width: 540px; min-width: 326px; padding: 0; width: calc(100% - 2px);" data-instgrm-captioned="" data-instgrm-permalink="https://www.instagram.com/p/C94865ypaAg/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14"> <div style="padding: 16px;"> <div style="display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #f4f4f4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;">&nbsp;</div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style="background-color: #f4f4f4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;">&nbsp;</div> <div style="background-color: #f4f4f4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;">&nbsp;</div> </div> </div> <div style="padding: 19% 0;">&nbsp;</div> <div style="display: block; height: 50px; margin: 0 auto 12px; width: 50px;">&nbsp;</div> <div style="padding-top: 8px;"> <div style="color: #3897f0; font-family: Arial,sans-serif; font-size: 14px; font-style: normal; font-weight: 550; line-height: 18px;">View this post on Instagram</div> </div> <div style="padding: 12.5% 0;">&nbsp;</div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"> <div> <div style="background-color: #f4f4f4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);">&nbsp;</div> <div style="background-color: #f4f4f4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;">&nbsp;</div> <div style="background-color: #f4f4f4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);">&nbsp;</div> </div> <div style="margin-left: 8px;"> <div style="background-color: #f4f4f4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;">&nbsp;</div> <div style="width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg);">&nbsp;</div> </div> <div style="margin-left: auto;"> <div style="width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);">&nbsp;</div> <div style="background-color: #f4f4f4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);">&nbsp;</div> <div style="width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);">&nbsp;</div> </div> </div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style="background-color: #f4f4f4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;">&nbsp;</div> <div style="background-color: #f4f4f4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;">&nbsp;</div> </div> <p style="color: #c9c8cd; font-family: Arial,sans-serif; font-size: 14px; line-height: 17px; margin-bottom: 0; margin-top: 8px; overflow: hidden; padding: 8px 0 7px; text-align: center; text-overflow: ellipsis; white-space: nowrap;"><a style="color: #c9c8cd; font-family: Arial,sans-serif; font-size: 14px; font-style: normal; font-weight: normal; line-height: 17px; text-decoration: none;" href="https://www.instagram.com/p/C94865ypaAg/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by RANO JOY (@rano_joy22)</a></p> </div> </blockquote> <p> <script src="//www.instagram.com/embed.js" async=""></script> </p> <p>আরও পড়ুন: <a title="Farah Khan Mother: দীর্ঘদিনের অসুস্থতার সঙ্গে লড়াই থামল, জন্মদিনের মাসেই প্রয়াত ফারহা খানের মা" href="https://bengali.abplive.com/entertainment/celebrity-choreographer-farah-khan-mother-menaka-irani-passes-away-at-the-age-of-79-entertainment-news-1084982" target="_blank" rel="noopener">Farah Khan Mother: দীর্ঘদিনের অসুস্থতার সঙ্গে লড়াই থামল, জন্মদিনের মাসেই প্রয়াত ফারহা খানের মা</a></p> <p>প্রসঙ্গত, দিন কয়েক আগে সোশ্যাল মিডিয়ায় করা অভিনেত্রী সায়ন্তনী গুহঠাকুরতার পোস্ট ঘিরে তুঙ্গে ওঠে চর্চা। অভিনেত্রী কারও নাম না নিয়েই কটাক্ষ ছুড়ে দেন সেই অভিনেতার দিকে যাঁর প্রাক্তন প্রেমিকার বিয়ে হয়েছে এবং সেই পোস্টে 'লাইক' করেন সোহিনী। ভাইরাল হয় পোস্ট, আলোচনা জোরালো হয় কমেন্ট সেকশনে। এবার সেই পোস্টের দিকেই ইঙ্গিত করে 'পাবলিক ফোরাম' কটাক্ষ ছুঁড়লেন রণজয়? তবে অভিনেতার পোস্টে তাঁর পাশে দাঁড়িয়েছেন অনুরাগীরা।&nbsp;</p> <p><strong><em>আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও।&nbsp;<a title="যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।" href="https://www.whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y/" target="_blank" rel="nofollow noopener" data-saferedirecturl="https://www.google.com/url?q=https://www.whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y/&amp;source=gmail&amp;ust=1722093145499000&amp;usg=AOvVaw2g0vQP0jnTTeQUaw81F9hV">যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।</a>&nbsp;</em></strong></p>
  3. <p><strong>কলকাতা:</strong> টলিপাড়ায় এখন একাধিক বিচ্ছেদের গুঞ্জন। অভিনেতা যিশু সেনগুপ্ত (Jisshu Sengupta) ও তাঁরা স্ত্রী, প্রযোজক নীলাঞ্জনা সেনগুপ্তের (Nilanjana Sengupta) সম্পর্ক নিয়ে আলোচনা সবচেয়ে বেশি। জোর জল্পনা অন্য সম্পর্কে জড়িয়েছেন যীশু, আর তাই নাকি দাম্পত্যে চিড় ধরেছে। যদিও এই প্রসঙ্গে কেউই মুখ খোলেননি তাঁরা, কেবল নীলাঞ্জনার তরফে দেখা গিয়েছে একটি ইঙ্গিতবহ পোস্ট। এই 'কঠিন' সময়ে নীলাঞ্জনার পাশে দাঁড়ালেন বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির অপর এক তারকা অভিনেতার স্ত্রী। বন্ধু নীলাঞ্জনাকে নিয়ে পোস্টে কী লিখলেন শাশ্বত-পত্নী মহুয়া (Mahua Chatterjee)?&nbsp; &nbsp;&nbsp;</p> <p><strong>যীশুর সঙ্গে সম্পর্কে ঝড়, নীলাঞ্জনার পাশে দাঁড়ালেন শাশ্বত চট্টোপাধ্যায়ের স্ত্রী</strong></p> <p>টলিউডের অন্যতম 'পাওয়ার কাপল' বলে পরিচিত ছিলেন যীশু সেনগুপ্ত ও নীলাঞ্জনা সেনগুপ্ত। ফলে তাঁদের বিচ্ছেদ নিয়ে গুঞ্জন শুরু হতেই অনুরাগীদের মধ্যেও হতাশা নজরে পড়ে। তাঁদের সম্পর্কে কি সত্যিই চিড় ধরেছে? উত্তর এখনও স্পষ্ট মেলেনি। তবে নীলাঞ্জনার প্রোফাইলে 'সেনগুপ্ত' পদবী মুছে ফেলা, যীশুর সঙ্গে ছবি সরিয়ে দেওয়া, এবং সাদা কালো ছবি পোস্ট করে ইঙ্গিতপূর্ণ ক্যাপশন দেওয়া তেমনই আভাস দেয়। এমন অবস্থায় বন্ধুর পাশে দাঁড়ালেন মহুয়া চট্টোপাধ্য়ায়।</p> <p>টলিউডের তারকা অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়ের স্ত্রী মহুয়ার সঙ্গে নীলাঞ্জনার বন্ধুত্বের কথা অনেকেরই জানা। প্রায়ই একসঙ্গে তাঁদের আনন্দ করতে দেখা যায়, সেই ছবিও রয়েছে তাঁদের প্রোফাইলে। সম্প্রতি নিজের ইনস্টাগ্রামের স্টোরিতে নীলাঞ্জনার ছবি পোস্ট করে মহুয়া লেখেন, 'আমার চেনা অন্যতম শক্তিশালী ও দারুণ মহিলার জন্য। তোমার জন্য ভীষণ ভীষণ গর্বিত। সবসময় তোমার পাশে আছি।' এই পোস্টটি নিজের স্টোরিতে শেয়ার করে পাল্টা ভালবাসা জানিয়েছেন নীলাঞ্জনাও। শুধু মহুয়াই নয়, নীলাঞ্জনার পাশে দাঁড়িয়েছেন তাঁর বন্ধু, অভিনেত্রী রাগেশ্বরীও।</p> <p><br /><img src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/07/26/d918bc4a45c340b07862744170f9af911721989024082229_original.jpg" /></p> <p>আরও পড়ুন: <a title="Ranojoy Bishnu: আমার বিরুদ্ধে অভিযোগ থাকলে আদালতে যান, সোহিনীর নাম জড়ানো বন্ধ করুন" href="https://bengali.abplive.com/entertainment/ranojoy-bishnu-shares-views-about-shovan-sohini-marriage-reacts-on-social-media-controversy-entertainment-news-exclusive-1084889" target="_blank" rel="noopener">Ranojoy Bishnu: আমার বিরুদ্ধে অভিযোগ থাকলে আদালতে যান, সোহিনীর নাম জড়ানো বন্ধ করুন</a></p> <p>যীশু ও সারার দীর্ঘ দাম্পত্য জীবন। তাঁদের দুই সন্তানও রয়েছে, সারা ও জারা। দিন কয়েক আগে বড় মেয়ে সারা মায়ের সঙ্গে একটি ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন, 'এই খেলায় সবচেয়ে শক্তিশালী মহিলা'। 'খেলা' যদি বিচ্ছেদের ইঙ্গিত হয় তবে এটা স্পষ্ট যে মায়ের পাশেই আছেন তিনি।&nbsp;</p> <p><strong><em>আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও।&nbsp;<a title="যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।" href="https://www.whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y/" target="_blank" rel="nofollow noopener" data-saferedirecturl="https://www.google.com/url?q=https://www.whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y/&amp;source=gmail&amp;ust=1722075546576000&amp;usg=AOvVaw3HF8xqNQE9ugF4C0qhmBP0">যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।</a></em></strong></p>
  4. <p><strong>কলকাতা:</strong> আজ দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী। অভিষেককে সঙ্গে নিয়ে আজ দিল্লি যাবেন মমতা। সূত্রের খবর, আগামীকাল নীতি আয়োগের বৈঠকে যোগ দেবেন মুখ্যমন্ত্রী । আজ দিল্লির নিউ বঙ্গ ভবনে তৃণমূলের সংসদীয় দলের সঙ্গে বৈঠক করতে পারেন মমতা। বিকেল ৪ নাগাদ দিল্লিতে সাংবাদিকদের সঙ্গে চা চক্রে যোগ দিতে পারেন মমতা । নীতি আয়োগের বৈঠকে যোগ দিচ্ছেন না ইন্ডিয়া জোটের ৭ মুখ্যমন্ত্রী।</p> <p>মুখ্যমন্ত্রী বলেন, 'বাজেটে যে ভাবে বিরোধী রাজ্যগুলিকে বঞ্চনা করা হয়েছে, সেটা মানতে পারছি না। একদিকে আর্থিক বঞ্চনা, অন্যদিকে বাংলাকে ভাগের চক্রান্ত করছে। কেন্দ্রীয় মন্ত্রী নিজে বাংলাকে ভাগ করার কথা বলছেন। বিজেপির নেতারাও বাংলা ভাগের পক্ষে সওয়াল করছেন। বিজেপি নেতাদের এই ধরনের আচরণ নিন্দনীয়। বৈঠকে বলতে দিলে প্রতিবাদ জানাব।'</p> <p>তৃতীয় মোদি সরকার ক্ষমতায় আসার পর, প্রথম নীতি আয়োগের বৈঠক হতে চলেছে শনিবার। কিন্তু, নরেন্দ্র মোদির নেতৃত্বে সেই বৈঠকে কি মমতা বন্দ্য়োপাধ্য়ায় উপস্থিত থাকবেন? নাকি INDIA জোটের বাকি মুখ্য়মন্ত্রীদের মতো তিনিও নরেন্দ্র মোদির নেতৃত্বে এই বৈঠক এড়াবেন? তা ঘিরে এখনও অনিশ্চয়তা। বৃহস্পতিবারই দিল্লিতে পৌঁছনোর কথা থাকলেও শেষ অবধি এদিন যাননি মমতা বন্দ্য়োপাধ্য়ায়। কিনতু, শেষ অবধি তিনি কী করবেন? এটাই বড় প্রশ্ন।</p> <p>INDIA জোটের অন্য়ান্য় মুখ্য়মন্ত্রী অবশ্য় বৈঠকে না থাকা নিয়ে কোনও ধোঁয়াশা রাখেননি। তাঁরা ইতিমধ্য়েই নরেন্দ্র মোদির নেতৃত্বে এই বৈঠকে যাবেন না বলে জানিয়ে দিয়েছেন। মঙ্গলবার বাজেটের দিনই কংগ্রেস জানিয়ে দেয়, তাদের তিন মুখ্য়মন্ত্রী। কর্ণাটকের সিদ্দারামাইয়া ,হিমাচলপ্রদেশের সুখবিন্দর সিং সুখু এবং তেলঙ্গানার মুখ্য়মন্ত্রী রেভন্ত রেড্ডি নীতি আয়োগের বৈঠকে যাবেন না। একই পথে বৈঠকে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন DMK শাসিত তামিলনাড়ুর মুখ্য়মন্ত্রী এম কে স্ট্য়ালিন, JMM-কংগ্রেস জোটশাসিত ঝাড়খণ্ডের মুখ্য়মন্ত্রী হেমন্ত সোরেন এবং আম আদমি পার্টি শাসিত পাঞ্জাবের মুখ্য়মন্ত্রী ভগবন্ত মান।&nbsp;দিল্লির মুখ্য়মন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এখনও জেলে। অর্থাৎ INDIA জোটের হাতে থাকা সবক'টি রাজ্য়ের মুখ্য়মন্ত্রীদের অবস্থান স্পষ্ট।&nbsp;</p> <p>আরও পড়ুন, <a title="গাংপুর বিস্ফোরণ-কাণ্ডের অভিযুক্তদের ধরে দিতে পারলেই লাখ টাকা ! নোটিস জারি NIA-র&nbsp;" href="https://bengali.abplive.com/district/birbhum/birbhum-gangpur-blast-case-nia-notice-that-if-any-one-catch-main-accused-they-will-get-1-lakh-rupees-prize-money-1084864" target="_self">গাংপুর বিস্ফোরণ-কাণ্ডের অভিযুক্তদের ধরে দিতে পারলেই লাখ টাকা ! নোটিস জারি NIA-র&nbsp;</a></p> <p>(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)</p> <p><strong><em>আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও।&nbsp;<a title="যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।" href="https://www.whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y/" target="_blank" rel="nofollow noopener" data-saferedirecturl="https://www.google.com/url?q=https://www.whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y/&amp;source=gmail&amp;ust=1722041330435000&amp;usg=AOvVaw2XSRZvqwJj22ilEeP67_9K">যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।</a>&nbsp;</em></strong></p> <div class="yj6qo">&nbsp;</div> <div class="adL">&nbsp;</div> <p>&nbsp;</p> <p>&nbsp;</p>
  5. <p><strong>ভাস্কর মুখোপাধ্যায় বীরভূম:</strong> খয়রাশোল ব্লকের লোকপুর থানার গাংপুর বিস্ফোরণ-কাণ্ডে দুই অভিযুক্তের মাথা পিছু এক লক্ষ টাকা আর্থিক পুরস্কার ঘোষণা করল এনআইএ। দুই অভিযুক্ত ২০২০ সাল থেকে &nbsp;নিরুদ্দেশ। সন্ধান পেতে তাদের বাড়িতে পোস্টার সাঁটালো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ। গাংপুর গ্রামের বাসিন্দা নিরঞ্জন মণ্ডল ও মৃত্যুঞ্জয় মণ্ডলের ছবি দিয়ে গাংপুর এলাকায় তাঁদের বাড়ি ও আশেপাশের এলাকায় এই রঙিন পোস্টার সাঁটানো হয়েছে।&nbsp;</p> <p>প্রসঙ্গত, &nbsp;২০১৯ সালে ২০ সেপ্টেম্বর গাংপুর গ্রামে বাবলু মন্ডলের বাড়িতে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের উড়ে যায় তার মাটির দোতলা বাড়ির টিনের চালা৷ ঘটনার সময় ঘরে কেউ ছিল না, তাই হতাহতের কোনও ঘটনা ঘটেনি৷ অভিযোগ বাড়িতে বোমা মজুদ করে রাখা হয়ে ছিল। সেই বিস্ফোরণ কাণ্ডের তদন্তে নামে কেন্দ্রীয় সংস্থা এনআইএ। ২০২০ সালে তারা তদন্ত শুরু করে।</p> <p>সম্প্রতি পূর্ব মেদিনীপুরের ভূপতিনগর বিস্ফোরণে NIA-র চার্জশিট একাধিক বিস্ফোরক দাবি তোলা হয়েছে ।'রাজনৈতিক সভায় যাতে সবাই হাজির হয়, তাই ভয় দেখাতে তৈরি হচ্ছিল বোমা'। ভূপতিনগর-বিস্ফোরণে চার্জশিটে বিস্ফোরক দাবি NIA-র। 'বোমা তৈরির চক্রান্তে ছিলেন তৃণমূলের বুথ সভাপতি বলাইচরণ মাইতি'। যাকে গ্রেফতার করতে গিয়ে আক্রান্ত NIA, তার বিরুদ্ধে চার্জশিট। ভূপতিনগর বিস্ফোরণে ৩৫ পাতার NIA-চার্জশিটে ৬জনের নাম। NIA-চার্জশিটে তৃণমূল নেতা বলাইচরণ মাইতি, তৃণমূলকর্মী মনোব্রত জানা। NIA-চার্জশিটে তৃণমূল কর্মী পঞ্চানন গড়াই ।</p> <p>আরও পড়ুন,&nbsp;<a title="CBI স্ক্যানারে পুরসভার ১ হাজার ৮৫০ জনের চাকরি ! অভিযোগের শীর্ষে দক্ষিণ দমদম.." href="https://bengali.abplive.com/district/west-bengal-municipal-scam-1-thousand-850-candidates-job-has-come-in-cbi-investigation-1084852" target="_self">CBI স্ক্যানারে পুরসভার ১ হাজার ৮৫০ জনের চাকরি ! অভিযোগের শীর্ষে দক্ষিণ দমদম..</a></p> <p>২০২২ সালের ২ ডিসেম্বর, &nbsp;ভূপতিনগর বিস্ফোরণে মৃত্যু হয়েছিল ৩ জনের। কাঁথিতে অভিষেকের সভার আগের রাতে তৃণমূল নেতার বাড়িতে বিস্ফোরণ। ২ ডিসেম্বর, ২০২২: তৃণমূল নেতা রাজকুমার মান্না-সহ ৩জনের মৃত্যু। বিস্ফোরণের পরেই ৩ ডিসেম্বর পুলিশের FIR, ছিল না বিস্ফোরক আইনের ধারা । ২১ মার্চ, ২০২৩: বিস্ফোরক আইন যোগ করতে বলে হাইকোর্ট । ২১ মার্চ, ২০২৩: কেন্দ্র চাইলে তদন্ত করতে পারে NIA, জানিয়ে দেয় হাইকোর্ট। এরপরেই স্বতঃপ্রণোদিত হয়ে এই মামলায় তদন্ত শুরু করে NIA।&nbsp; ২০২৪ সালের ৬ এপ্রিল, বিস্ফোরণের তদন্তে গিয়ে ভূপতিনগরে আক্রান্ত NIA। ৬ এপ্রিল, ২০২৪: NIA-র গাড়ি ভাঙচুর, আক্রান্ত আধিকারিক। ২০২৪ সালের ৬ এপ্রিল, জেরার জন্য ২ তৃণমূল নেতাকে নিয়ে আসার সময় হামলা হয়। এরপরেই তৃণমূল নেতা বলাইচরণ মাইতি এবং মনোব্রত জানাকে গ্রেফতার করে NIA ।</p> <p><strong><em>আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও।&nbsp;<a title="যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।" href="https://www.whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y/" target="_blank" rel="nofollow noopener" data-saferedirecturl="https://www.google.com/url?q=https://www.whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y/&amp;source=gmail&amp;ust=1722041330435000&amp;usg=AOvVaw2XSRZvqwJj22ilEeP67_9K">যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।</a>&nbsp;</em></strong></p> <div class="yj6qo">&nbsp;</div>