New Town Friends In-Need (NTFIN)

Zee News - Kolkata

Visit Zee News Bengali for latest News.
 Zee24Ghanta: Kolkata News
  1. Municipality Recruitment Scam: নিয়োগের জন্য আবেদন সংক্রান্ত ফর্ম তৈরি থেকে প্রশ্নপত্র তৈরি, ওএমআর শিট তৈরি সবটাই করত অয়নের সংস্থা। অয়নের সংস্থা-ই সেই সব চাকরিপ্রার্থীদের অনেকের হয়ে ফর্ম পূরণ করা থেকে উত্তরপত্র তৈরি সবটাই করে দিতেন। সল্টলেকে অয়ন শীলের অফিসে তল্লাশি চালিয়েও পাওয়া গিয়েছে পুরসভায় নিয়োগের ৭০টি নথি।
  2. ব্যবধান মাত্র ২২ মাসের। একুশের বিধানসভা ভোটের পর এবার সাগরদিঘি কেন্দ্রটি হাতছাড়া হল তৃণমূলের। উপনির্বাচনে  ২২ হাজারেরও বেশি ভোটে জিতেছেন বাম-কংগ্রেস জোটপ্রার্থী বায়রন বিশ্বাস।
  3. টানা ৩৭ ঘণ্টা তাঁর সল্টলেকের অফিসে ম্যারাথন তল্লাশি চালানোর পরে রবিবার রাতে গ্রেফতার করা হয় তাঁকে। নিয়োগ দুর্নীতিতে ধৃত তৃণমূল নেতা শান্তনুর লিঙ্কম্যান অয়ন শীল। অ্যাডমিট, ওএমআর শিট সহ নিয়োগ সংক্রান্ত নথি পাওয়া গিয়েহে তাঁর অফিসে।
  4. সম্প্রতি ধর্মতলায় সরকারি কর্মচারীদের ্অনশনে সামিল হয়েছিলেন ভাঙড়ের বিধায়কও।  সেদিন মঞ্চে ওঠে বক্তব্য রাখতে শুরু করেন, তখনই হামলার মুখে পড়েন তিনি। নওশাদ সিদ্দিকীকে সজোরে ধাক্কা মারেন এক যুবক।
  5. এদিন ইডি-র তরফে তাদের আইনজীবী বলেন, এই তদন্ত করতে গিয়ে আমরা সোনার খনিতে প্রবেশ করেছি। জানি না কত পরিমাণ সোনা রয়েছে। অয়নের গ্রেফতার পর যে পরিমাণ টাকার লেনদেনের হদিস পাওয়া গিয়েছে ও যে ধরনের নথি পাওয়া গিয়েছে তা দেখে আমরা স্তম্ভিত