অত্যন্ত আনন্দের সাথে আমরা জানাচ্ছি যে, ভগবান জগন্নাথদেবের আশীর্বাদে এই বছর থেকে নিউটাউনে ৯ দিনব্যাপী রথযাত্রার আয়োজন করা হয়েছে । এই অনুষ্ঠানের জন্য "নিউটাউন জগন্নাথ রথযাত্রা কমিটি" গঠন করা হয়েছে।
৪ই জুন,২০২৩ রবিবার সকল ভক্তরা জগন্নাথদেব, বলরাম ও সুভদ্রাকে দুধ, দই, ঘি, মধু, ডাবের জল ও ফলের রস নিবেদন করবে । সময়:- সকাল ৭টা থেকে ৮-৩০ মিনিট।
স্নান পূর্নিমার বিস্তারিত বিবরণ নিম্নরূপ
স্থান: শিব-কালী মন্দির, নিউটাউন ১৮ তলা বাজার, গ্রিনফিল্ড হাইটসের পেছনে, অলোকা আবাসনের সামনে ।
তারিখ: ৪ই জুন ২০২৩, রবিবার (জ্যেষ্ঠ পূর্নিমা)
সময়: সকাল ৭টা - ৮-৩০ মিনিট ।
স্নানের সামগ্রী অনুষ্ঠানস্থলে পাওয়া যাবে । স্নান করাবার জন্য ভক্তদেরকে সাথে করে একটা পাত্র অবশ্যই আনতে হবে ।
সকল ভক্তবৃন্দকে স্নানযাত্রায় সপরিবারে উপস্থিত থাকতে অনুরোধ করা হচ্ছে এবং স্নানযাত্রার অনুষ্ঠানে যোগদানে ইচ্ছুক সকলকে কমিটির কাছে অগ্রিম সূচনা নথিভুক্ত করতে অনুরোধ করা হচ্ছে।